ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুড়িগ্রামে ৭৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

কুড়িগ্রামে পৃথক অভিযানে ৭৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার মধ্যকুমোরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডিমবাহী একটি পিকআপভ্যান থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- নাগেশ্বরী থানার চৌকিদার পাড়া গ্রামের আমিনুল ইসলাম এবং নাগেশ্বরী পৌরসভার মনিচর গ্রামের রিপন খান।

আরও পড়ুন: আচার বিক্রি করে সংসার চলে বিল্লালের

অন্যদিকে শনিবার (৯ সেপ্টেম্বর) ভোরে ২৫কেজি গাঁজাসহ নাগেশ্বরী উপজেলার অন্তরপুর এলাকার মাদক কারবারি ছকিম উদ্দিনকে গ্রেফতার করে নাগেশ্বরী থানা পুলিশ।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও জেলা ডিবি পুলিশের ওসি মো. আইয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

জেএস/এএসএম