ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহে বালু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৫:১০ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

ময়মনসিংহের ফুলপুরে শ্যামল (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ্যামল ওই গ্রামের হজরত আলীর ছেলে এবং বালু ব্যবসায়ী ছিলেন।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আলোকদি গ্রামে এই ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামল সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় বাবুল মিয়ার চায়ের দোকানের দিকে আসছিলেন। দোকানের কাছে আসতেই দুর্বৃত্তরা কুপিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে স্থানীয় থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, কে বা কারা, কী কারণে শ্যামলকে কুপিয়ে হত্যা করেছে- তা জানতে তদন্ত চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মঞ্জুরুল ইসলাম/কেএসআর