ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শ্রমিকের

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ০৮:০১ এএম, ১১ সেপ্টেম্বর ২০২৩

ঝালকাঠির রাজাপুরে বাড়ির ছাদে কাজ করার সময় পড়ে গোবিন্দ শীল (৪৫) এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। গোবিন্দ শীল শহরের মৃত মনোহর শীলের ছেলে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ধাক্কায় ছিটকে পড়ার পর মোটরসাইকেল চালককে পিষে গেলো বাস

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি বাড়ির ছাদে কাজ করার সময় শ্রমিক গোবিন্দ শীল নিচে পড়ে মাথায় ও বুকে আঘাত পান। পরে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ওসি বলেন, এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএস/এএসএম