ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দিনাজপুরে আ.লীগ ২, বিএনপি ১

প্রকাশিত: ০৪:১৫ পিএম, ২২ মার্চ ২০১৬

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নে বিএনপি প্রার্থী রেজতাউল জামান ধানের শীষ প্রতীকে ৭ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহাদৎ হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১১৮ ভোট।
 
খট্টামাধবপুর ইউনিয়নে মকলেসুর রহমান আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে ৬ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল মালেক ধানের শীষ প্রতীকে ৫ হাজার ২০২ ভোট পেয়েছেন। আরও খবর: রংপুরে আ.লীগ প্রার্থী জয়ী

আলীহাট ইউনিয়নে গোলাম রসুল বাবু আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ১০৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এমদাদুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৫ ভোট। আরও খবর : ঘোড়াঘাটে বিএনপি ২, আ. লীগ ১, অন্যান্য ১

এমদাদুল হক মিলন/এসঅাইএস/এবিএস