ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

দাদার সঙ্গে পুকুরে নেমে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ভোলা | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২৩

ভোলায় দাদার সঙ্গে পুকুরে গোসলে গিয়ে পানিতে ডুবে মাইশা আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ওই ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর আনন্দ গ্রামে এ ঘটনা ঘটে। মাইশা আক্তার ওই গ্রামের মো. মমিনুল ইসলামের মেয়ে।

আরও পড়ুন: নানাবাড়িতে বেড়াতে গিয়ে লাশ হলো নাতি

নিহতের পরিবার জানান, দুপুর ১টার দিকে শিশু মাইশা তার দাদা মো. রফিকুল ইসলামের সঙ্গে গোসল করতে বসতঘরের পাশের পুকুরে যায়। তখন মাইশা হঠাৎ তার দাদার অজান্তে পানিতে ডুবে যায়। পরে মাইশাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার এসআই মো. মেজবা উদ্দিন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/জেএস/এএসএম