চুয়াডাঙ্গায় জামায়াত নেতা গ্রেফতার
নাশকতা মামলায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শাখার জামায়াতের নায়েবে আমির সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় হাটবোয়ালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জেলা জামায়াতের আমিরসহ গ্রেফতার ৬
জানা গেছে, হাটবোয়ালিয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে সেলিম রেজা (৬১) বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার নায়েবে আমির। তিনি নাশকতা মামলার আসামি।
ওসি বিপ্লব কুমার নাথ বলেন, নাশকতা মামলায় জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার নায়েবে আমিরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
হুসাইন মালিক/জেএস/জেআইএম