ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বরিশালের বানারীপাড়ার ৮ ইউপিতেই আ.লীগ জয়ী

প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২২ মার্চ ২০১৬

বরিশালের বানারীপাড়া উপজেলার ৮টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে ইউনিয়নগুলোর দায়িত্বে থাকা রিটার্নিং অফিসাররা বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।

বানারীপাড়া উপজেলা নির্বাচন অফিসার শরিফা বেগম রিটার্নিং অফিসারদের বরাত দিয়ে জানান, বানাড়ীপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের জলিল ঘরামী ৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বাবুল হোসেন পেয়েছেন ৪৪১ ভোট।

ইলুহার ইউনিয়নে আওয়ামী লীগের শহিদুল ইসলাম ৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আক্তারুজ্জামান বিপ্লব পেয়েছেন ৮৩৭ ভোট।

সলিয়াবাকপুর ইউনিয়নে ১০ হাজার ৮০৩ ভোট পেয়ে আওয়ামী লীগের জিয়াউল হক মিন্টু বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হেমায়েত হোসেন মিয়া পেয়েছেন ৩৮৬ ভোট।

চাখার ইউনিয়নে আওয়ামী লীগের খিজির সরদার ৭ হাজার ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহনাজ পারভিন দুলু পেয়েছেন ৪৬৭ ভোট।

বাইশারী ইউনিয়নে আওয়ামী লীগের মাইনুল হোসেন মোহাম্মদ ৭ হাজার ৩১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাসির উদ্দিন খোকন রাঢ়ী পেয়েছেন ৪৩৯ ভোট।

সৈয়দকাঠী ইউনিয়নে আওয়ামী লীগের আ. মন্নান মৃধা ৮ হাজার ৮১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ১ হাজার ২৯৭ ভোট।

বিশারকান্দি ইউনিয়নে ৯ হাজার ১৪৮ ভোট পেয়ে আওয়ামী লীগের সাইফুল ইসলাম শান্ত বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওমর ফারুক পেয়েছেন ৫২৭ ভোট।

উদয়কাঠি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটে আওয়ামী লীগের রাহাত আহম্মেদ ননী নির্বাচিত হয়েছেন।

সাইফ আমীন/এনএফ/এবিএস

আরও পড়ুন