ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো নানির

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় নাতির মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রওশন আরা বেগম (৬২) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা সুবলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রওশন আরা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের আইয়ুব আলী মাস্টারের স্ত্রী।

আরও পড়ুন: গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দাদা-নাতিসহ নিহত ৪ 

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাতি স্বপনের মোটরসাইকেলে করে চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতাল যাচ্ছিলেন রওশন আরা। তারা উপজেলার সুবলপুর গ্রামের মাঝামাঝি পৌঁছালে মোটরসাইকেল থেকে রওশন আরা বেগম সড়কে পড়ে যান। তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, সড়ক দুর্ঘটনা এর বৃদ্ধার মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

হুসাইন মালিক/আরএইচ/জিকেএস