সুন্দরবনে একজন গুলিবিদ্ধ, বনবিভাগের দাবি হরিণ শিকারি
সুন্দরবনে বনরক্ষীদের গুলিতে মো. জয়নাল (৩২) নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকায় এ ঘটনা ঘটে।
মো. জয়নাল পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তাকে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
আহত জয়নাল জানান, সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় বলেশ্বর নদে মাছ ধরার সময় বনবিভাগের টহল টিম ধাওয়া করে। এসময় ট্রলার চালিয়ে যাওয়ার সময় তারা এলোপাতাড়ি গুলি করলে আহত হই।
আরও পড়ুন: পাথরঘাটায় দুই হরিণ শিকারি আটক
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবাইয়াত আলী বলেন, সকালে আমাদের এখানে গুলিতে আহত এক রোগী আসেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল পাঠানো হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, অভয়ারণ্য এলাকায় একটি ট্রলারকে থামতে নির্দেশ দিলে সেটি না দাঁড়িয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় ওই ট্রলার থেকে কিছু একটা পানিতে ফেলে দেয় তারা। তখন বনরক্ষীরা ফাঁকা গুলি ছুড়ে। পরে সেখান থেকে খালে পাতা নিষিদ্ধ বেহেন্দি জাল এবং বনের মধ্যে তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তখন হয় তো তারা ট্রলার থেকে হরিণের মাংস পানিতে ফেলে ছিল। এ ঘটনায় বন আইনে মামলার প্রস্তুতি চলছে।
আরএইচ/জিকেএস