বাকেরগঞ্জে ১০ ইউনিয়নে নৌকার বিজয়
বরিশালের বাকেরগঞ্জ ১৪টি ইউনিয়নের মধ্যে প্রথম ধাপে ১৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে অনিয়ম ও সংঘর্ষের কারণে দুই ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে। বাকি ১১টি ইউনিয়নের মধ্যে ১০টিতে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
একটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে ইউনিয়নগুলোর দায়িত্বে থাকা স্ব স্ব রিটার্নিং অফিসার বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন।
উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান রিটার্নিং অফিসারদের বরাত দিয়ে জানান, চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন গারুড়িয়া ইউনিয়নে এএসএম জুলফিকার হায়দার, রঙ্গশ্রী ইউনিয়নে মো. বশির উদ্দিন সিকদার, ফরিদপুর ইউনিয়নে মো. শফিকুর রহমান, নলুয়া ইউনিয়নে আসম ফিরোজ আলম, দুধল ইউনিয়নে গোলাম মোর্শেদ (উজ্জল), ভরপাশা ইউনিয়নে আসাদুজ্জামান খান, কবাই ইউনিয়নে জহিরুল ইসলাম বাদল, চরাদী ইউনিয়নে শফিকুল ইসলাম, কলসকাঠি ইউনিয়নে আ. রাজ্জাক তালুকদার মনু এবং পাদ্রী শিবপুর ইউনিয়নে আবুল বাশার হারুন।
তবে দাঁড়িয়াল ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আনারস প্রতীক নিয়ে এমএ জব্বার বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চরামদ্দি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গাউছেল আজম লাল ও নিয়ামতি ইউনিয়নে রহুল আমীন মাসুম মাস্টার ভোটে এগিয়ে থাকলেও অনিয়ম ও সংঘর্ষের কারণে এ দুটি ইউনিয়নের ফলাফল স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে ২টি কেন্দ্রে পুনরায় নির্বাচনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান, উপজেলা নির্বাচন অফিসার মো. মনিরুজ্জামান।
সাইফ আমিন/বিএ