নাগরপুরের ১১ ইউপিতে ভোটগ্রহণ চলছে
ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দফায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ১১টি ইউনিয়নে আজ ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মোট ১২টি ইউনিয়নের মধ্যে একটি ইউনিয়নের ভোটগ্রহণ স্থগিত রয়েছে। সীমানা সংক্রান্ত কারণে উচ্চ আদালত ভারড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করেন। বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯ জন প্রার্থী। এছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১৯ জন ও সাধারণ ওয়ার্ডে ৪৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১১ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,২০,৯৬২ জন। এর মধ্যে পুরুষ ১,০৫,৫০১ জন ও নারী ভোটার ১,১৫,৪৬১ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১১০টি।
এসএস/পিআর