ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটের সৌলাগাড়ী বিলের পানি প্রবাহে বিজিবি-বিএসএফের বৈঠক

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৩

জয়পুরহাটের সৌলাগাড়ী বিলের পানি প্রবাহের উদ্যোগ নিয়েছে বিজিবি। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ভুটিয়াপাড়া এলাকায় বিএসএফের সঙ্গে বৈঠকে বসে বিজিবি।

আরও পড়ুন: সাতক্ষীরা সীমান্তে বিজিবি-বিএসএফের বৈঠক 

jagonews24

বৈঠকে বিএসএফ খাল দিয়ে বিলের পানি প্রবাহের জন্য নালা পরিষ্কার ও প্রশস্ত করে স্থায়ীভাবে একটা সমাধান করার ব্যাপারে সম্মত হয়। পাশাপাশি বাংলাদেশের সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা সৌলাগাড়ী বিলের জলাবদ্ধতা নিরসনের জন্য বাংলাদেশের অভ্যন্তরের খালকে প্রশস্ত করে ছোট যমুনা নদীর সঙ্গে সংযোগের আশ্বাস দেন।

এসময় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন ও বিএসএফের ১৩৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুখভীর দাঙ্গারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/জিকেএস