নৌকাবাইচ দেখতে আত্রাইয়ের দুপাড়ে হাজারো মানুষের ঢল
নাটোরের সিংড়ায় আত্রাই নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এ গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী প্রতিযোগিতা দেখতে নদীর দুপাড়ে হাজারো দর্শনার্থীদের ঢল নামে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এ উৎসবের আয়োজন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নৌকাবাইচ উপলক্ষে সকাল থেকেই দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ নদীর পাড়ে ভিড় জমান। অনেকে পরিবার, প্রিয়জনকে সঙ্গে নিয়ে নৌকাবাইচ উপভোগ করতে আসেন।
মানিক হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, সিংড়ায় নৌকাবাইচ উপলক্ষে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছি। অনেক দিন পর নৌকাবাইচ দেখতে এসেছি। সবাই মিলে উপভোগ করছি, খুব ভালো লাগছে। এখন তো তেমন নৌকা বাইচ দেখাই যায় না। প্রচুর মানুষ এসেছে এ প্রতিযোগিতা দেখতে।

ফারজানা খাতুন নামে এক গৃহবধূ বলেন, আত্রাইয়ে প্রতিবছর নৌকাবাইচ হয়। এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বাড়িতে আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন। বাড়ির কাজ-কর্ম শেষ করে সবাই মিলে নদীর পাড়ে বসে খেলা উপভোগ করি।
কামরুল হাসান নামে এক দর্শনার্থী বলেন, একসময় নদী-বিলে প্রচুর নৌকাবাইচ হতো। আগের মতো এসব খেলা আর হয় না। আমাদের সময় প্রতিটি নদীতে নৌকাবাইচ হতো। আমরা যুবক বয়সে বহু দূরে যেতাম নৌকাবাইচ দেখতে। আজ অনেক বছর পর আবার এ দেখতে এসেছি। প্রচুর মানুষ এসেছে নৌকাবাইচ দেখতে।
চলনবিল নৌকাবাইচ উৎসব বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রুহুল আমিন বলেন, চলনবিল নৌকাবাইচ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ছোট-বড় মিলে প্রায় অর্ধশতাধিক নৌকা অংশ নিয়েছে। পুরো চলনবিলের মানুষ উৎসবে মেতেছেন। নদীর দু-পাড়ে মিলনমেলায় পরিণত হয়েছে। বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শনার্থীরা এসেছেন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী দল স্বপ্নের তরীকে ১৫০ সিসি একটি মোটর সাইকেল, দ্বিতীয় বাংলার বাঘ দলকে ফ্রিজ এবং তৃতীয় শাপলা এক্সপ্রেস দলকে টিভি দেওয়া হয়েছে।
রেজাউল করিম রেজা/এসজে/এএসএম