ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ইলেকট্রিশিয়ানের

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ১২:৫৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ নূরে আলম সিকদার (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকায় কাজ করার সময় এ ঘটনা ঘটে।

মোহাম্মদ নূরে আলম সিকদার ঝালকাঠির নলছিটি উপজেলার রায়পুর ম্যানেজার বাড়ী রোড এলাকার আনোয়ার হোসেন সিকদারের ছেলে।

আরও পড়ুন: বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

রাজবাড়ী সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকায় বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নূরে আলম। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে আনার আগেই মারা গেছেন।

রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রুবেলুর রহমান/জেএস/এমএস