ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় দেশীয় অস্ত্র-ইয়াবাসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:০০ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লার দেবিদ্বারে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মো. আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। আনোয়ার হোসেন উপজেলার বড়শালঘর ইউনিয়নের মৃত হারুনুর রশিদের ছেলে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: জামালপুরে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ইস্টগ্রাম এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/জেএস/এমএস