ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরু বাঁধা নিয়ে দ্বন্দ্ব, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধার মৃত্যু

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৯:০২ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২৩

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধ ও আঙিনায় গাছের সঙ্গে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সুফিয়া আক্তার (৬০) নামে বৃদ্ধা নিহত হয়েছেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার বড়বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সুফিয়া পাঁচহার বড়বাড়ি গ্রামের নূর উদ্দিনের স্ত্রী।

ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে আসে।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানান, বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশি আঙ্গুর মিয়ার সঙ্গে সুফিয়া আক্তারের বিরোধ চলে আসছিল। এ ঘটনায় বছরখানেক আগে প্রতিপক্ষের লোকজন সুফিয়াকে একবার মারধরও করে। এদিকে শনিবার বিকেলে বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে গরু বাঁধাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন হামলায় সুফিয়া গুরুত্বর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রতিপক্ষের ইটের আঘাতে আহত মেয়ে, মাকে কুপিয়ে জখম

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এইচ এম কামাল/জেএস/এমএস