ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় জজ মিয়া হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৭:৪২ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৩

কুমিল্লার হোমনায় জজ মিয়া হত্যা মামলায় আজাদ মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নুরুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, জেলার হোমনা উপজেলার হোমনা পূর্ব পাড়ার আজাদ মিয়ার সঙ্গে একই এলাকার দক্ষিণ পাড়ার আনোয়ার আলীর ছেলে জজ মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে ২০১৫ সালের ২২ মে সন্ধ্যায় আজাদ মিয়া পরিকল্পিতভাবে জজ মিয়ার ওপর হামলা করেন। এতে ছুরিকাঘাতে জজ মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়ার তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহত জজ মিয়ার বড় ভাই জুলহাস মিয়া বাদী হয়ে আজাদ মিয়া, একই এলাকার সালাউদ্দিন ও নাসির উদ্দিনসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে হোমনা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা হোমনা থানার উপপরিদর্শক (এসআই) কাজী নাজমুল হক একই বছরের ২৮ মে আসামি আজাদকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আজাদ। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আসামি দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার বিকেল ৩টায় আদালতের বিচারক রোজিনা খান এ রায় প্রদান করেন। একইসঙ্গে বাকি ২ আসামি সালাউদ্দিন ও নাসির উদ্দিনকে খালাস দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/এএসএম