নারায়ণগঞ্জে নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. ডালিম প্রধান (৪৭) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে চৌধুরীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডালিম প্রধান সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূঁইয়াপাড়া এলাকায় মৃত ইসরাফিল মেম্বারের ছেলে। তিনি বর্তমানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং ৮ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি।
আরও পড়ুন: পাঁচ হাজার ইয়াবাসহ ৫ কারবারি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম