স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস নিলেন যুবলীগ কর্মী
ফরিদপুরের বোয়ালমারীতে তুষার প্রামাণিক (৩০) নামে এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত আটটার দিকে উপজেলার ময়না ইউনিয়নের চরবর্ণী গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ফরিদ প্রামাণিকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তুষার প্রামাণিক স্থানীয় যুবলীগ কর্মী এবং তিন সন্তানের জনক। শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
শুক্রবার রাতে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
এদিকে, তুষার প্রামাণিক ময়না ইউনিয়ন যুবলীগের একজন কর্মী ছিলেন বলে উপজেলা যুবলীগের নেতারা জানিয়েছেন। তবে কেউ নাম প্রকাশ করে কোনো বক্তব্য দিতে চাননি।
এন কে বি নয়ন/এমআরআর/এএসএম