ফরিদপুরে ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ফরিদপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এছাড়া নতুন করে আরও ৩০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ৬৭৭
মৃতরা হলেন- ফরিদপুরের নগরকান্দা উপজেলার আসমত আলীর স্ত্রী খাদিজা বেগম (৬০), মধুখালীর বাঘবাড়ি গ্রামের কালিপদ পালের ছেলে কৃষ্ণপদ পাল (৪০), সদরপুরের জাকেরের ডাঙ্গী গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে তাজল মোল্লা (৫৫) ও গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার রাইতকান্দি গ্রামের হারুন মোল্লার ছেলে সজিব মোল্লা (২৮)।
ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩০৯ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৯৭ জন। এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৪ জন রোগী।
এন কে বি নয়ন/আরএইচ/এমএস