ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারের: প্রিন্স

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৯:২০ এএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো প্রয়োজন হলেও প্রতিহিংসার বশবর্তী হয়ে সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। খালেদা জিয়ার জীবনের কোনো ক্ষতি হলে এর দায় সরকারের।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হরি কিশোর রায় সড়কে দলীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, কর্তৃত্ববাদী সরকার জনগণের দাবিকে অগ্রাহ্য করে বেগম খালেদা জিয়াকে যেমন মুক্তি দিচ্ছে না, তেমনি দলীয় সরকারের অধীনে আবারও ২০১৪/১৮ এর মতো পাতানো নির্বাচন আয়োজনে ষড়যন্ত্র করছে।

খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে দায় সরকারের: প্রিন্স

আরও পড়ুন: খালেদার কিছু হলে সরকারকে দায় নিতে হবে: মোশাররফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, দুই সেলফিতেই যদি সব ফয়সালা হয়ে থাকে। তবে, আপনার প্রধানমন্ত্রী আমেরিকায় অবস্থানকালেই কেন তারা ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগ শুরুর ঘোষণা দিল। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি না মানলে, যে কোনো পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও অধ্যাপক শেখ আমজাদ আলীসহ প্রমুখ।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম