রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
ফাইল ছবি
রংপুরের কাউনিয়ায় চলন্ত ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহসিন আলী উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
রংপুর রেলওয়ে জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই বৃদ্ধ মানসিক রোগে আক্রান্ত ছিলেন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছেন। তিনি প্রায়ই বাড়িতে কাউকে না বলে বের হতেন। আবার কিছুদিন পর বাড়ি ফিরে যেতেন। সোমবারও বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হন। পরে সাধু এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ায় সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
জিতু কবীর/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান