ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পর্যটন দিবসেও পানির নিচে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৩

বিশ্ব পর্যটন দিবস আজ। এ দিনেও পার্বত্য জেলা রাঙ্গামাটির পর্যটন আইকন হিসেবে পরিচিত ঝুলন্ত সেতু পানির নিচে তলিয়ে আছে। টানা অর্ধ মাসেরও বেশি সময় ধরে সেতুটি হ্রদের পানির নিচে থাকায় পর্যটকদের পাশাপাশি হতাশ স্থানীয়রা।

প্রকৃতির রূপের ভাণ্ডার রাঙ্গামাটি জেলার ঝিরি, সবুজ উপত্যকা, অরণ্য, মাচাং ঘর যে কাউকে বিমোহিত করে। পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জলের ধারায় গা ভেজাতে ছুটে আসেন পর্যটকরা। একেক ঋতুতে একেক রকম রূপে সাজে পাহাড়ের প্রকৃতি। এর মাঝে রাঙ্গামাটি ভ্রমণে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণ এই ঝুলন্ত সেতু। কিন্তু সেতুটি পানিতে তলিয়ে থাকায় হতাশ ভ্রমণপিপাসুরা।

চট্টগ্রাম থেকে ঘুরতে আসা সালা উদ্দিন বলেন, ঝুলন্ত সেতু দেখতে এসেছি। এখন দেখি সেতু পানিতে ঝুলছে। তাছাড়া রাতে রাঙ্গামাটিতে ঘোরাঘুরির ব্যবস্থা না থাকায় হতাশ হয়ে বাসায় ফিরতে হচ্ছে। সন্ধ্যার পর নিয়মিত অনুষ্ঠান থাকলে ভালো হয়।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ঝুলন্ত সেতুর পানি কিছুটা কমতে শুরু করেছে। আর কিছুদিনের মধ্যে পানি কমে গেলে তা উন্মুক্ত করে দেওয়া হবে।

এ বিষয়ে বাংলাদেশ টুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, রাঙ্গামাটি হচ্ছে পর্যটন সম্ভাবনাময় একটি জায়গা। পর্যটক বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট স্থানীয়দের কাজ করতে হবে।

সাইফুল উদ্দীন/এমআরআর/এএসএম