ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইয়াবাসহ ভাইস চেয়ারম্যানের ভাই গ্রেফতার

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৯:৩৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ছোট ভাই গোলাম মোস্তফাকে (৩৫) ২৬ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বেলকুচি পৌর এলাকার চালা পলাশ মার্কেটের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখের আপন ভাই ও চরচালা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জাগো নিউজকে বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে মোস্তফাকে ২৬ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।


এম এ মালেক/এসজে/জিকেএস