ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রূপপুরের পথে ইউরেনিয়াম

মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩

পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান ঢাকা থেকে রূপপুর নেওয়া হচ্ছে। এ জন্য পাবনা-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা হতে সিরাজগঞ্জ থেকে ঢাকার পথে সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা থেকে সড়কপথে এ ইউরেনিয়ামের চালান ভোরে রওনা হয়েছে। এ জন্য মহাসড়কের গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ঠিক কখন চালু হবে এটা নিদিষ্ট করে বলতে পারছি না।

আরও পড়ুন: গাজীপুর হয়ে রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের প্রথম চালান

জানা গেছে, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নাটোরের বনপাড়া ও পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া হয়ে রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছাবে ইউরেনিয়ামের এই প্রথম চালান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়া থেকে দেশে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎন্দ্রের প্রথম ইউনিটের জন্য ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান। ৫ অক্টোবর রূপপুর প্রকল্পে এ জ্বালানি আনুষ্ঠানিকভাবে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনিরুল ইসলাম বেলা ১১টার দিকে জাগো নিউজকে জানান, চালানটি বঙ্গবন্ধু সেতু পার হয়ে এখনো হাটিকুমরুল পার হয়নি। হাটিকুমরুল পার হলে গাড়ি চলাচল শুরু হবে।

আরও পড়ুন: পাবনা-ঢাকা রুটে সব ধরনের গাড়ি বন্ধ

সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল জাগো নিউজকে বলেন, ঢাকা থেকে রূপপুরে ইউরেনিয়ামের প্রথম চালান আসছে। এ জন্য মহাসড়ক ফাঁকা রাখা হয়েছে। তবে ইউরেনিয়াম সিরাজগঞ্জ মহাসড়ক পার হলেই গাড়ি চলাচল শুরু হবে।

এমএ মালেক/বিএ/জিকেএস