ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাথা ঘুরে ফেরি থেকে মাঝ নদীতে পড়ে গেলেন যুবক

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলরত একটি ফেরি থেকে মাথা ঘুরে নদীতে পড়ে যান শাহরিয়ার ইমন (২০) নামে এক যুবক। পরে ওই যুবকের সঙ্গে থাকা তার মামাসহ ফেরির যাত্রীরা ও দৌলতদিয়া নৌ-পুলিশের সহায়তায় তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসা রো রো ফেরি এনায়েতপুরি থেকে নদীতে পড়ে যান ওই যুবক।

শাহরিয়ার ইমন রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি জে এম সিরাজুল কবির জানান, শাহরিয়ার ইমন ঢাকায় পড়াশুনা করেন। ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ায় সুস্থতার জন্য তার মামার সঙ্গে বাড়িতে যাচ্ছিলেন। পাটুরিয়া থেকে এনায়েতপুরি ফেরিতে দৌলতিয়ায় যাওয়ার জন্য উঠে ফেরির এক পাশে বসে ছিলেন। ফেরিটি মাঝ নদীতে গেলে হঠাৎ মাথা ঘুরে তিনি পড়ে যান। তাৎক্ষণিক তার মামা ও ফেরিতে থাকা লোকজন এবং খবর পেয়ে দৌলতদিয়া নৌ-পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দৌলতদিয়া প্রান্তে আনা হয়। পরে সুস্থ অবস্থায় তাকে তার মামার হেফাজতে তুলে দেওয়া হয়।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম