১০ ঘণ্টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে বিএনপির রোডমার্চ
ময়মনসিংহ থেকে শুরু হওয়া বিএনপির বিভাগীয় রোডমার্চ ১০ ঘণ্টায় কিশোরগঞ্জে পৌঁছেছে। রোববার (১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় সদর উপজেলার লতিবাবাদ চক্ষু হাসপাতাল সংলগ্ন বালুর মাঠে এসে পৌঁছায় রোডমার্চটি।
এখন চলছে সমাপনী সমাবেশ। এতে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলম।
জানা গেছে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ময়মনসিংহ বিভাগীয় এ রোডমার্চ কর্মসূচিটি রোববার সকাল ৯টায় জেলার ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে শুরু হয়।

রোডমার্চে বৃহত্তর ময়মনসিংহ জেলার নেতাকর্মীরা অংশ নিয়েছেন। স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও নজরুল ইসলাম খানের নেতৃত্বে এ রোডমার্চ শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। ত্রিশাল থেকে শুরু হয়ে রোডমার্চটি চুরখাই, ময়মনসিংহ বাইপাস মোড়, চায়না মোড় ও ঈশ্বরগঞ্জ হয়ে কিশোরগঞ্জে সমাপনী সমাবেশ অংশ নেয়।
রোডমার্চ শেষে সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। বিশেষ অতিথি আছেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
আরও উপস্থিত আছেন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতানা সালাউদ্দিন টুকু, সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, লায়লা বেগমসহ আরও অনেকে।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল বলেন, আমরা শুনতে পেলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদ বাতিল করা হয়েছে। আমরা আর এই সরকারের কাছে মুক্তির দাবি জানাব না। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনবো।
এসকে রাসেল/এসজে/জিকেএস