বিএনপির রোডমার্চ, ময়মনসিংহে যানজট-ভোগান্তি
ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চে জনতার ঢল নেমেছে। কিশোরগঞ্জ অভিমুখে ১৪৪ কিলোমিটার দীর্ঘ এ রোডমার্চে শতশত গাড়ি বহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
রোববার (১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কিশোরগঞ্জ মহাসড়কে এ যানজটের সৃষ্টি হয়।
এ সময় ময়মনসিংহের ব্রিজমোড় থেকে গৌরীপুর উপজেলার গাজীপুর ও ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে হাজার হাজার যানবাহন যানজটে আটকা পড়ে।
এদিকে রোডমার্চকে স্বাগত জানিয়ে সাহেব কাচারি সংলগ্ন গৌরীপুর সীমানায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, কলতাপাড়া বাজার এলাকায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, শিবপুর বাজার এলাকায় গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মেদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা ফুলেল শুভেচ্ছা জানান।

আরও পড়ুন: ১০ ঘণ্টায় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে বিএনপির রোডমার্চ
এছাড়াও ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে উত্তর জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শাজাহান কবীর সাজুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোডমার্চকে স্বাগত জানান।
এসময় ময়মনসিংহ বিভাগীয় রোডমার্চের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড রোদ আর অসহনীয় গরমে এ যানজটে রীতিমতো ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা চালিয়েছে পুলিশ।
রোডমার্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাবেক এমপি নিলুফার ইয়াসমিন মনি, বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ শফিকুল ইসলাম মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস