ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুর খুনিদের কেন স্যাংশনস দিচ্ছেন না: চিফ হুইপ

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০২ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্রে অবস্থান করা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের ওপর কেন স্যাংশনস দেওয়া হচ্ছে না, এ নিয়ে দেশটির সরকারের প্রতি প্রশ্ন তুলেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন।

যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, বঙ্গবন্ধুর খুনিরা আপনাদের দেশে লুকিয়ে আছে। আপনারা তাদের কেন স্যাংশন দিচ্ছেন না, সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না?

রোববার (১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহের ভালুকা উপজেলা পরিষদ চত্বরে মেজর আফসার উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য ২১ আগস্ট গ্রেনেড হামলা করা হয়। সে হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২১ জন নেতাকর্মী প্রাণ হারান। গ্রেনেড হামলার সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান দেশের বাইরে পালিয়ে আছেন। তার ওপর কেন নিষেধাজ্ঞা দিচ্ছেন না।

চিফ হুইপ আরও বলেন, মিয়ানমারে ১০ লাখ মুসলিম নাগরিককে হত্যা ও নির্যাতন করে আমাদের দেশে পাঠানো হয়েছে। মিয়ানমারকে স্যাংশনস দেওয়া হয়নি। বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের সরকারপ্রধান। বঙ্গবন্ধু যেমন ভয় পাননি, তার কন্যাও এসব স্যাংশনস ভয় পান না।

বীর মুক্তিযোদ্ধা এসএম মিয়া চাঁন মিয়ার সভাপতিত্বে আলোচনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু, সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ, ভালুকা পৌরসভার মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন ও ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেনসহ প্রমুখ।

মঞ্জুরুল ইসলাম/এমকেআর