ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বাধীনতা পেয়েছি কিন্তু পাইনি মৌলিক অধিকার

প্রকাশিত: ১২:৪১ পিএম, ২৫ মার্চ ২০১৬

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সভাপতি অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, আমরা ৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে দেশে স্বাধীনতা পেয়েছি। কিন্তু মৌলিক অধিকার পাইনি।

শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমানে মনে হয় আমরা ১৯৭০ সালের পূর্বে ফিরে গেছি। মানুষ আজ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজের ভোটটা পর্যন্ত দিতে পারে না। স্বাধীনতার রক্ষা কবজ হচ্ছে গণতন্ত্র। আজ সেই গণতন্ত্র কোথায় আমরা তা জানি না।

সভায় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির (ভারপ্রাপ্ত) সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মনিরুল আহসান মনির, আব্বাস উদ্দিন বাবলু, কোতয়ালী বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লাবু, মহানগর শ্রমিক দল সভাপতি মাইনুল ইসলাম মানিক ও সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ।

সাইফ আমীন/এআরএ/এমএস