ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কালিয়াকৈর

মাটির ঘরের দেওয়াল ধসে স্বামী-স্ত্রীর মৃত্যু

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৬ অক্টোবর ২০২৩

গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘরের দেওয়াল ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) দিনগত রাতে উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের হোসেন আলীর ছেলে এমারত হোসেন (৬৫) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫০)।

আরও পড়ুন: দেওয়াল ধসে বড় ভাইয়ের মৃত্যু, হাসপাতালে ছোট ভাই

নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, টানা বৃষ্টিতে ঘরে ঘুমিয়েছিলেন এমরান হোসেন ও আছিয়া খাতুন। পাশের ঘরে তার ছেলেমেয়েরা ঘুমিয়ে ছিলেন। মাঝরাতে মাটির ঘরের দেওয়াল ধসে পড়লে স্বামী-স্ত্রী দুজনেই চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। শুক্রবার সকালে আশপাশের লোকজন দেখতে পেয়ে তাদের মৃতদেহ উদ্ধার করেন।

কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ওয়ার্ড মেম্বার আব্দুল বাতেন জানান, ঘরের মাটির দেওয়ালচাপায় স্বামী-স্ত্রীর তাদের মৃত্যু হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, মাটির ঘরের দেয়াল চাপায় স্বামী-স্ত্রী দুজন মারা গেছেন। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে।

আরএইচ/এএসএম