ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জন্মদিনের পার্টিতে অতিরিক্ত মদ্যপানে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৯:০০ এএম, ০৮ অক্টোবর ২০২৩

মানিকগঞ্জের সিংগাইরে অতিরিক্ত মদ্যপানে অনিক রায়হান (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার আরও তিন বন্ধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (৭ অক্টোবর) দিনগত রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অনিক সিংগাইর সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার আঙ্গারিয়া গ্রামের লাভলু হোসেনের ছেলে।

আরও পড়ুন: বসুন্ধরায় মদ পানে তরুণীর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরেকজন

সিংগাইর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা জানান, শুক্রবার রাতে মৃত ধনঞ্জয় সাহার ছেলে দ্বীপের জন্মদিন উপলক্ষে ডিজে পার্টির আয়োজন করে বন্ধুরা। রাতে সেখানে সবাই মদপান করেন। অতিরিক্ত মদ্যপানে দ্বীপ, অনিক রায়হান ও নয়ন অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর অনিককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দ্বীপ ও নয়নকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিমা মারিয়া জানান, রাতে অ্যালকোহল পান করা তিন যুবককে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, কলেজছাত্র মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বি.এম খোরশেদ/আরএইচ/এমএস