বসুন্ধরায় মদ পানে তরুণীর মৃত্যু, হাসপাতালে ভর্তি আরেকজন

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৬ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৩
ফাইল ছবি

রাজধানীর ভাটারায় বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় মদ্যপানে এক তরুণীর (২৩) মৃত্যু হয়েছে। একই ঘটনায় ঢামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে আরেকজনকে। তারা দুজনেই বিউটি পার্লারে কাজ করতেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে।

নিহত তরুণীর মামাতো বোন তানহা ইসলাম জানান, মদ পান করা দুজন একটি বিউটি পার্লারে কাজ করতেন। তারা দুজনে সম্পর্কে খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকায় একসঙ্গে থাকতেন। রাতে দুজনেই মদ পান করে। সকালে দুজনেই অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের দুজনের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর জেলার নাটিয়াপাড়া গ্রামে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

কাজী আল আমীন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।