ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আগামী নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ: শিল্পমন্ত্রী

জেলা প্রতিনিধি | নরসিংদী | প্রকাশিত: ১০:৪০ এএম, ০৮ অক্টোবর ২০২৩

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আগামী নির্বাচন হবে আমাদের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ। তাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শত্রুপক্ষকে মোকাবিলা করতে হলে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধার ভূমিকা নিতে হবে।

শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দ নগরে বিসিক শিল্প নগরী-২ (সম্প্রসারিত) এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা আবার দল বেধে মাঠে নেমেছে। তাই আগামীতে কোনো ভুল করা যাবে না। ভুল করলে গোটা জাতি বিপদগ্রস্ত হবে। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে আজ বাংলাদেশ যেখানে পৌঁছেছে সেখান থেকে পিছে ফেরার কোনো সুযোগ নেই। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু কখনও নীতি ও আদর্শের সঙ্গে আপস করেননি: শিল্পমন্ত্রী

তিনি আরও বলেন, আগামী মাসে নরসিংদীর ঘোড়াশালে এশিয়ার বৃহত্তম সারকারখানার উদ্বোধন করা হবে। বেলাবোতে ৪০০ একর জায়গাজুড়ে আরও একটি বিসিক শিল্প নগরী হবে। যেখানে ২০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। এ এলাকার মানুকে অন্য জেলায় গিয়ে কাজ করতে হবে না।

জেলা প্রশাসক ড. বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বিসিকের চেয়ারম্যান মাহাবুবুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সঞ্জিত সাহা/আরএইচ/এমএস