ফেনীতে মুখপোড়া হনুমান-কাছিমসহ একজন আটক
ফেনীতে দুটি মুখপোড়া হনুমান ও ১৬টি কাছিমসহ আহাদুজ্জামান রাজু (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে চট্টগ্রাম-মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।
আহাদুজ্জামান রাজু খুলনার কোতোয়ালি থানার মো. আবদুল হালিমের ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা হয়েছে।
রোববার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ফেনীর কাজীরবাগ ইকোপার্কে কাছিমগুলো অবমুক্ত করা হয়। হনুমান দুটি বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) মো. শাহাদাৎ হোসেন, ফেনী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান, বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী বন্যপ্রাণী রিস্কিউ টিমের প্রধান সমন্বয়ক সায়মুন ফারাবি উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: উদ্ধার মুখপোড়া হনুমান সাফারি পার্কে হস্তান্তর
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি বাসের (খুলনা মেট্রো ব-১১-০২০৬) থামিয়ে তল্লাশি চালানো হয়। গাড়ির মালামাল রাখার বাক্স থেকে খাঁচায় বন্দি দুটি মুখপোড়া হনুমান ও চটের বস্তায় ১৬টি কাছিম উদ্ধার করা হয়। এ সময় গাড়ির সুপারভাইজার আহাদুজ্জামান রাজুকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহফুজুর রহমান জানান, গাড়ির সুপারভাইজারকে গ্রেফতার করে তার নামে মামলা দেওয়া হয়েছে। দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।
ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, ফেনীতে হনুমানের বসবাসের কোনো আবাসস্থল নেই। সে কারণে হনুমান দুটি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এমএস