ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লক্ষ্মীপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১০ অক্টোবর ২০২৩

লক্ষ্মীপুরে চার প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সদর মডেল থানা পুলিশের সহযোগীতায় লক্ষ্মীপুর চক বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে তারিখ ও খুচরা বিক্রয়মূল্য না থাকায় মধুবন ডিপার্টমেন্টাল স্টোরকে তিন হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় লোকনাথ স্টোরকে এক হাজার টাকা, নিউ বণিক স্টোরকে এক হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আগ্রাবাদ ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য তৈরি, ৩ লাখ টাকা জরিমানা

ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন বলেন, বাজার তদারকিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় দোকানিদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/জেএস/এমএস