ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে পালালেন দোকানিরা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৮:২৮ পিএম, ১১ অক্টোবর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে দোকান বন্ধ করে পালিয়েছেন দোকানিরা। বুধবার (১১ অক্টোবর) বিকেলে আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে এই ঘটনা ঘটে।

গোপালদী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সোহাগ সাহা বলেন, গোপালদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে আসেন সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক। আর এ বিষয়টি টের পেয়ে বাজারের মিষ্টি, ওষুধ ও মুদির প্রায় অর্ধশতাধিক দোকানে তালা মেরে চলে যান মালিকরা।

এর আগে গোপালদী বাজারে ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করায় উত্তম পোদ্দারের মিষ্টির দোকানকে ৩ হাজার, কবিরের মিষ্টির দোকানকে ১ হাজার ও খোকনের মিষ্টির দোকানকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম