ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ময়মনসিংহ

বাস দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর ঘটনায় চালক গ্রেফতার

জেলা প্রতিনিধি | ময়মনসিংহ | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ১১ অক্টোবর ২০২৩

ময়মনসিংহের ত্রিশালে বাস দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় চালক ওবায়দুল্লাহকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওবায়দুল্লাহ ওই এলাকার মো. সূর্য্যত আলীর ছেলে। তিনি রাব্বি-সেতু পরিবহনের (ঢাকা মেট্রো-জ-১৪-১০০৪) চালক।

আরও পড়ুন: ফিটনেস ছাড়াই ৪ বছর চলছিল দুর্ঘটনার শিকার বাসটি

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, উপজেলার কলাবাগার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার চেলেরঘাট এলাকায় একটি বাস বিকল হয়ে পড়ে। এসময় পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে ছয়জন নিহত হয়।

মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জেআইএম