ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাদারীপুরে ইলিশের মেলা

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১১ অক্টোবর ২০২৩

মাদারীপুরের বিভিন্ন বাজারে বসেছে ইলিশ মেলা। ব্যবসায়ীরা তাদের মজুত করা মাছ বিক্রির জন্য এ মেলার আয়োজন করেছেন।

বুধবার (১১ অক্টোবর) বিকেল থেকে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর মাছের আড়তসহ একযোগে শহরের ইটের পুল ও পুরান বাজার; রাজৈর উপজেলার টেকেরহাটে এ মেলার আয়োজন করা হয়। মেলা চলবে রাত ১২টা পর্যন্ত।

jagonews24

জেলায় সবচেয়ে বড় ইলিশ মাছের মেলা হচ্ছে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুর মৎস্য আড়ত মাঠে। রাত যত বাড়ছে ততই ক্রেতাদের ভিড়ে বাড়ছে। অনেকে লাইনে দাঁড়িয়ে থেকেও মাছ কিনছেন।

আরও পড়ুন: ইলিশের জালে আটকা ১৪ কেজির পাঙাশ, ১২ হাজারে বিক্রি 

খোজ নিয়ে জানা যায়, মেলায় ছোট সাইজের ইলিশ (কেজিতে ৪-৫টা) ৫০০-৬০০ টাকা, মাঝারি সাইজের (৫০০-৬০০ গ্রাম) ৮০০ এবং বড় সাইজের (৭০০-১০০০ গ্রাম) মাছ এক হাজার ৭০০ টাকা ও এক কেজির বেশির ওজনের মাছ ১৭০০-২০০০ টাকায় বিক্রি হচ্ছে।

jagonews24

ইলিয়াছ বেপারী নামের এক ক্রেতা বলেন, কাল থেকে ইলিশ ক্রয়-বিক্রয় বন্ধ থাকবে। মাছ আগের মতো পাওয়া যায় না। তাই ছোট সাইজের কয়েক কেজি কিনলাম।

রাফিয়া মৎস্য আড়তের মালিক রিপন সরদার বলেন, আমাদের মজুতে অনেক মাছ ছিল। তাছাড়া এবার অনেক মাছ ধরা হয়েছে। তাই মেলার আয়োজন করে মাছগুলো বিক্রি করে দিচ্ছি। ক্রেতারা দাম বেশির কথা বললেও আমরা ঠিক দামই রাখছি।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জিকেএস