ইলিশের জালে আটকা ১৪ কেজির পাঙাশ, ১২ হাজারে বিক্রি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১১ অক্টোবর ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় ধরা পড়লো ১৩ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পাঙাশ। বুধবার (১১ অক্টোবর) বিকেলে কাদের মাঝি নামে এক জেলে মাছটি বিক্রি করতে আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে দ্বীন ইসলাম নামের এক ব্যবসায়ী ১২ হাজার টাকায় মাছটি কিনে নেন।

কাদের মাঝি জানান, নিলামের মাধ্যমে এক মৎস্য ব্যবসায়ী ৮০০ টাকা কেজি ধরে ১১ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন।

বন্ধন ফিশের মালিক মো. আয়নাল খান বলেন, পাঙাশটা মূলত বঙ্গোপসাগরে জেলেদের ইলিশের জালে ধরা পরেছে। রাত থেকে আমাদের মাছ ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যাবে তাই ৮৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা-মেঘনায় ধরা পড়ছে বড় পাঙাশ

দ্বীন ইসলাম নামের ওই ক্রেতা জানান, এ রকম মাছ সবসময় পাওয়া যায় না। মাছটি দেখে পছন্দ হয়েছে। পরিবারের সবাইকে নিয়ে একটি বড় মাছের স্বাদ নেওয়ার জন্যই মূলত মাছটি কিনেছি।

ইলিশের জালে আটকা ১৪ কেজির পাঙাশ, ১২ হাজারে বিক্রি

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আজ রাত ১২টা থেকে সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ ২২ দিনের জন্য বন্ধ থাকবে। তবে এখন যে বড় পাঙাশগুলো পাওয়া যাচ্ছে তাতে আমরা বলতে পারি যে মৎস্য সম্পদের একটি বড় পরিবর্তন হচ্ছে।

আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।