ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পালিয়ে বিয়ে করে জীবন নিয়ে শঙ্কায় নবদম্পতি

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১২ অক্টোবর ২০২৩

প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় ও পরিবারের অত্যাচারে পালিয়ে বিয়ে করে এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন নবদম্পতি। প্রেম করে পালিয়ে বিয়ে করায় মেয়ের পরিবার থেকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওই দম্পতির।

ভুক্তভোগী ওই নবদম্পতি হলেন- ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৭নং কাজীরবেড় ইউনিয়নের সামন্তা বাজারের মো. নজরুল ইসলামের ছেলে মো. আব্দুর রহিম ও একই গ্রামের মো. নুর হোসেনের মেয়ে মোছা. নুসরাত জাহান তন্নী। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন তারা।

এ সময় আব্দুর রহিম বলেন, আমার সঙ্গে তন্নীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের কথা পারিবারিকভাবে জানালে মেয়ের পরিবার অসম্মতি জানায়। এখন আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা দুজনই প্রাপ্তবয়স্ক। তবে পারিবারিক চাপে প্রতি মুহূর্তেই আমাকে মৃত্যুভয়ে থাকতে হচ্ছে। যেকোনো মূল্যে তারা আমাকে হত্যা করবে। এর আগেও তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করেছে। এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমদের কাছে সবকিছুর প্রমাণ আছে। আমাদের কাবিননামা হয়ে গেছে। তার ভিত্তিতে আমরা কোর্টে একটি এফিডেভিড করেছি।

jagonews24

এ বিষয়ে নুসরাত জাহান তন্নী অভিযোগ করে বলেন, আব্দুর রিহম আমার বাসার হোম টিউটর ছিলেন, সেখান থেকেই আমাদের সম্পর্ক হয়। সেটি আমার বাসায় জানালে বাসা থেকে কেউ মেনে নেয়নি। এরপর আমার কলেজ যাওয়া বন্ধ করে দেয়, আমার ফোনও নিয়ে নেয়। এভাবে আমি বাসায় ১৪ দিন থাকার পর নানাবাড়িতে পাঠিয়ে দেয়। গত পরশুদিন আমার ভাই আব্দুল্লাহ আল মামুন ও আমার মামা আমাকে অত্যাচার করেন। আমার ভাই আমাকে প্রতিরাতে কিসের ওষুধ খাওয়ায় তা আমি নিজেও জানি না। শুধু বলে ঘুমের ওষুধ, কিন্তু ওষুধ খাওয়ার পরও কখনোই আমার ঘুম আসতো না। তখন জোর করে আমার হাত-মুখ বেঁধে একটি ইনজেকশন দেয়। পরে ভাই মামাকে বলে, দেখে রেখো আমি গাড়ি নিয়ে আসছি। তখন আমি বুঝতে পারি আমার ক্ষতি হতে যাচ্ছে। তখন আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করে পালিয়ে এসে আমরা স্বেচ্ছায় বিয়ে করি।

বর্তমান সমস্যার কথা তুলে ধরে এই নবদম্পতি বলেন, আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই সুন্দরভাবে জীবনযাপন করতে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নিজেদের জীবনের নিরাপত্তা চাই।

jagonews24

এ বিষয়ে নুসরাত জাহান তন্নির ভাই আব্দুল্লাহ আল মামুনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘গত পরশুদিন থেকে আমার বোনকে খুঁজে পাচ্ছি না। আমরা এ বিষয়ে থানায় একটি অভিযোগ করেছি। তবে আমার বোন যে অত্যাচারের অভিযোগ করেছে এ বিষয়টি সত্য নয়।’

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, যেহেতু মেয়েটি আলমডাঙ্গা থানা থেকে নিখোঁজ হয়েছেন, সেকারণে পরিবার থেকে আলমডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছে। আর ছেলে ও মেয়ের বাড়ি মহেশপুর থানায় হওয়ায় বিষয়টি আমাদেরকে অবগত করা হয়েছে। আমরা সঠিক তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কাজ করছি।

আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/এমএস