ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সারের দাম বেশি নেওয়ায় ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৬:১০ পিএম, ১২ অক্টোবর ২০২৩

মেহেরপুর সদর উপজেলায় অভিযান চালিয়ে এক সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিমের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে সার-কীটনাশকসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি হয়। এ সময় নতুন মদনাডাংগায় মেসার্স মাসুদ আল নুর নামক বিসিআইসির সার ডিলারের প্রতিষ্ঠানটিতে সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির প্রমাণ পাওয়া যায়।

সরকার নির্ধারিত ২৭ টাকা কেজির টিএসপি সার ৩৯ টাকা, ২১ টাকা কেজির ডিএপি সার ৩০ টাকা, ২০ টাকা কেজির এমওপি সার ৩০ টাকা কেজি এবং ২৭ টাকা কেজির ইউরিয়া সার অধিক দামে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মো. মাসুদ আল নুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় আইন ও নিয়ম মেনে এবং চাষিদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আসিফ ইকবাল/এসজে/জিকেএস