খেলা শেষে সৈকতে গোসলে নেমে ২ স্কুলছাত্রের মৃত্যু
বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষে কক্সবাজার সৈকতে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে মোটেল শৈবাল পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে।
দুজন হলো- পৌরশহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম সাজিদ (১৫) ও একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে আরিফ ইসলাম (১৫)। তারা দুজনই পৌর প্রি-প্যারাটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, বিকেলে সাজিদ ও আরিফসহ সাত-আটজন বন্ধু মিলে সৈকতের শৈবাল পয়েন্টে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে সাগরে গোসলের সময় আকস্মিক ঢেউয়ের তোড়ে পানিতে ডুবে যায় সাজিদ ও আরিফ। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর লাইফ গার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় সাজিদকে উদ্ধার করে। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টার দিকে একই পয়েন্ট থেকে আরিফের মরদেহ উদ্ধার হয়।
সায়ীদ আলমগীর/এসজে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে