ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অসময়ে তরমুজ, জোড়া ৫০

উপজেলা প্রতিনিধি | হিলি (দিনাজপুর) | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ১৩ অক্টোবর ২০২৩

গ্রীষ্মকালীন ফল তরমুজ। আর এখন চলছে শরৎকাল। একদিন পরই হেমন্তকাল শুরু হবে। অথচ এ সময়ে দিনাজপুরের বিরামপুরে বাজারে মিলছে তরমুজ।

এক পিসের দাম ৩০ টাকা। আর জোড়া নিলে ৫০ টাকা। স্বল্প দামে অসময়ে তরমুজ পেয়ে খুশি ক্রেতারা।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাটলা বাজারে তরমুজ নিয়ে আসেন জয়পুরহাটের পাঠানপাড়া এলাকার বাসিন্দা নাজমুল হোসেন।

নাজমুল বলেন, জয়পুরহাটের পাঠানপাড়া এলাকায় মাচার ওপর এ তরমুজ চাষ হয়। ১৫ টাকা পিস হিসেবে চাষির কাছ থেকে কিনে এনেছি। এখানে ৩০ টাকা পিস আর জোড়া ৫০ টাকায় বিক্রি করছি। আজ ৩০০ পিস তরমুজ নিয়ে এসেছি।

তরমুজ ক্রেতা মমতাজ উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘এ সময়ে তরমুজ পাওয়া যায় না। আজ হঠাৎ করেই বাজারে তরমুজ দেখে তিনটি নিলাম। টাকা থাকলে আরও নিতাম।’

আফাজ উদ্দিন নামের আরেক ক্রেতা বলেন, এ তরমুজগুলো মাচার ওপর হয়। বিক্রেতা আমাদের একটি তরমুজ কেটে খাইয়েছেন। স্বাদ অনেক ভালো। আমি ১০০ টাকা দিয়ে চারটি নিয়েছি।

ক্রেতা আলম হোসেন বলেন, ‘বাজার শেষ করে বাড়িতে যাচ্ছিলাম। হঠাৎ অসময়ে তরমুজ দেখে ভালো লাগলো। দাম অল্প, স্বাদও ভালো। এ কারণে বাচ্চাদের জন্য দুটি নিয়েছি।’

মাহাবুর রহমান/এসআর/এএসএম