পিস্তল-গুলিসহ রোহিঙ্গা গ্রেফতার
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি নবী হোসেন গ্রুপের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন জব্দ করা হয়।
শুক্রবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রোহিঙ্গার নাম হামিদ উল্লাহ (২৫)। তিনি টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক এ/২ এর বাসিন্দা হোসেন আহমেদের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুবায়ের সৈয়দ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার যুবক রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে