ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঋণের চাপে ফেসবুকে কিডনি বিক্রির পোস্ট যুবকের

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৪:১৯ পিএম, ১৭ অক্টোবর ২০২৩

ব্যবসা করতে গিয়ে ঋণে জর্জরিত হয়েছেন গাইবান্ধার যুবক হুজাইফা তুল ইয়ামানী (২৬)। তাই ঋণ পরিশোধে নিজের কিডনি বিক্রি করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) নিজের আইডি থেকে কিডনি বিক্রি করতে যোগাযোগের মোবাইল নম্বরসহ পোস্ট দেন হুজাইফা তুল ইয়ামানী। তিনি সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

জানা যায়, বছর দেড়েক আগে হুজাইফা তুল ইয়ামানী স্বজন ও এনজিওর কাছ থেকে ২ লাখ ৭১ হাজার টাকা ঋণ নিয়ে গাইবান্ধা পুরাতন বাজারে মোবাইল ব্যাংকিং, মোবাইল রিচার্জ ও মুদি ব্যবসা শুরু করেন। কিন্তু পারিবারিক বিভিন্ন সমস্যায় পড়ে মূলধন খুইয়ে তিনি দোকান বন্ধ রাখেন। এখন ঋণ পরিশোধ করতেই তিনি কিডনি বিক্রির পোস্ট দিয়েছেন।

এ বিষয়ে হুজাইফা তুল ইয়ামানী জাগো নিউজকে বলেন, একদিকে মাথার ওপর ২ লাখ ৭১ হাজার টাকা ঋণের চাপ আবার অন্যদিকে স্ত্রী ও দেড় মাস বয়সী সন্তানের ভরণ-পোষণ যোগাতে হিমশিম খাচ্ছি। তাই বাধ্য হয়ে ফেসবুকে কিডনি বিক্রির পোস্ট করেছি।

স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুর রহমান বাবু জাগো নিউজকে বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নিয়ে দেখবো। সত্যিই যদি ঋণগ্রস্ত হয়ে থাকে তাহলে আমরা সহযোগিতা করবো।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জাগো নিউজকে বলেন, কিডনি বিক্রির বিষয়ে কোনো পোস্ট চোখে পড়েনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ আল হাসানের মোবাইল নম্বরে কল দিলে তিনি রিসিভ করেননি।

শামীম সরকার শাহীন/এসজে/এমএস