ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেই আওলিয়ার ঘাটে নির্মিত হচ্ছে ১১৬ কোটি টাকার ব্রিজ

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৮ অক্টোবর ২০২৩

বহুল প্রতীক্ষার পর পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীর আওলিয়ার ঘাটে ওয়াই আকৃতির ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আওলিয়ার ঘাট এলাকায় ব্রিজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার সফিকুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, গত বছর সনাতন ধর্মাবলম্বীদের মহালয়ার দিনে আওলিয়ার ঘাটে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ৭২ জন মারা যান। আমি তাদের আত্মার শান্তি কামনা করছি। এ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি আওলিয়ার ঘাটের একটি ব্রিজের জন্য আমাদের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ প্রচেষ্টার পর, বিভিন্ন ধাপ অতিক্রম করে অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ঠিকাদারি প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী দেড় বছরের মধ্যে ব্রিজটির কাজ সম্পন্ন হবে। প্রাথমিক অবস্থায় ১১৬ কোটি টাকা ব্যায়ে ৮৯১ মিটার দৈর্ঘ্যের ওয়াই আকৃতির ব্রিজটির জন্য নদী খনন, নদী শাসন করা হবে। একই সঙ্গে ব্রিজটি ভূমিকম্প সহনীয় হবে।

Panchagarh-(2).jpg

আরও পড়ুন: ‘সেই দিনের কথা মনে পড়লে এখনো আঁতকে উঠি’

এরপর রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন মাড়েয়া বামনহাট উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু আনছাস মো. রেজাউল করিম শামীমের সভাপতিত্বে জনসভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহেদুজ্জমান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি প্রমুখ বক্তব্য রাখেন।

গত বছরের ২৫ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের মহালয়ার পূজায় যোগ দিতে শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা বদেশ্বরী মন্দিরের যাচ্ছিল। আওলিয়ার ঘাট থেকে কিছুদূর যেতে না যেতেই নৌকাটি ডুবে যায়। মর্মান্তিক এ নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৭২ জনের মধ্যে ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে আওলিয়ার ঘাটে দীর্ঘ দিনের ব্রিজের দাবি আরও জোরালো হয়।।

সফিকুল আলম/আরএইচ/এমএস