ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

৩০৫ লিটার মদসহ আটক দুই

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ১৯ অক্টোবর ২০২৩

রাজবাড়ীতে ৩০৫ লিটার বাংলা মদসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ১ নম্বর রেলগেট এলাকার মৃত নন্দনাল রাউতের ছেলে বিল্লু রাউত (৩২) ও একই এলাকার মৃত জান্নু দাশের ছেলে উত্তম ওরফে গদু উত্তম ওরফে গদু (৩৫)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজবাড়ী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান এতথ্য জানান।

৩০৫ লিটার মদসহ আটক দুই

ডিবি পুলিশ জানায়, রাজবাড়ীর পুলিশ সুপারের নির্দেশনায় বুধবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ডিবি পুলিশের একটি টিম শহরের ১ নম্বর রেলগেট সংলগ্ন জনৈক বিল্লু রাউতের বসতঘরে অভিযান চালায়। এসময় ঘর থেকে ১৫৬ লিটার বাংলা মদ জব্দসহ বিল্লু রাউথ ও উত্তম ওরফে গদুকে আটক করেন। একই সময় পার্শ্ববর্তী পলাতক আসামি আকাশ রাউতের (৩২) বসতঘর থেকে আরও ১৪৯ লিটার বাংলা মদ জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে দুটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন।

ডিবি ওসি মনিরুজ্জামান খান জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিক্রির জন্য আসামিরা মদ মজুত করেছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এসআর/জেআইএম