ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যুবলীগ নেতার খাটের নিচে মিললো ইয়াবা

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২২ অক্টোবর ২০২৩

গাইবান্ধা সদর উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ নুর আলম নুরি (৪০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২২ অক্টোবর) রাতে গাইবান্ধা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার নুর আলম নুরি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও খোলাহাটি ইউনিয়ন যুবলীগের সদস্য।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার নতুন ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করে ডিবি। এসময় নুর আলম নুরির ডান হাতে থাকা কালো স্কচটেপে মোড়ানো ৩০ পিস ও তার শয়ন কক্ষের খাটের তোশকের নিচ থেকে ৭০ পিস ইয়াবাসহ মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।

শামীম সরকার শাহীন/এসআর/জিকেএস