সিলেট
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পর্যটকবাহী পিকআপ, নিহত ২
সিলেটের জাফলং যাওয়ার পথে পর্যটকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঢাকা কেরানীগঞ্জ থানার ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও ঢাকা সাভার হেমায়েত পুরের তোলাতলি এলাকার আব্দুল বারেকের ছেলে মোহাইমিন (২৭)।

আরও পড়ুন: গহীন জঙ্গলে পথ হারালেন তিন পর্যটক, ৯৯৯-এ কল পেয়ে উদ্ধার
আহতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের মো. শাহ আলমের ছেলে মো. রিপন (২২), ঢাকা কদমতলির রুবেল আলম (২৮), ঢাকা লঙ্কারচরের আলা উদ্দিনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫), ঢাকা কেরানীগঞ্জের ইটামারা কদমতলির বাবুলের ছেলে মিন্টু (২৫), নজরুল ইসলামের ছেলে মো. হোসেন (২৬) ও বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জাগো নিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতদের বরাত দিয়ে ওসি বলেন, ঢাকা থেকে পিকআপে করে সোমবার রাতে সিলেট আসেন কয়েকজন পর্যটক। তারা মাজার জিয়ারত শেষে সিলেট থেকে জাফলংয়ে যাওয়ার জন্য রওয়ানা হন। পথে সিলেট তামাবিল মহাসড়কের বৈঠাখালে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: পর্যটকদের সেন্টমার্টিন ত্যাগের নির্দেশ, কাল থেকে চলবে না নৌযান
দুর্ঘটনার পর পরই জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, পর্যটকবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠিয়েছি। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে।
ছামির মাহমুদ/জেএস/জেআইএম